এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২২ ফেব্রুয়ারী : মুখবন্ধ সাদা ঢাকনা দেওয়া শবুজ রঙের একটা প্লাস্টিকের জার পুকুরের ধারে গাছের গোঁড়ায় রাখা । আড়াল করার জন্য গাছের শুকনো পাতা দিয়ে আশপাশ ঢাকা । এমনই একটা জারকে ঘিরে আজ শনিবার বোমাতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামে । খবর যায় থানার পুলিশ আসে ৷ কিন্তু পুলিশও জারটিকে স্পর্শ করার সাহস করেনি । আপাতত বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছে৷ সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট নয় ওই জারের মধ্যে আদপে কি আছে । তবে পুলিশের প্রাথমিকভাবে অনুমান ওই জারে বেশকিছু বোমা থাকতে পারে।
তবে পুলিশের এই সন্দেহ নিছক অমূলক নয় । কারন পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক হিংসা কবলিত এলাকাগুলির মধ্যে অন্যতম কেতুগ্রাম এলাকা । মঙ্গলকোটের মত সেই বামফ্রন্টের জমানা থেকেই সন্ত্রাস দেখতে অভ্যস্ত কেতুগ্রামবাসী । তৃণমূল কংগ্রেসের জমানাতেও তার ব্যাতিক্রম হয়নি । বিশেষ করে চেঁচুড়ি গ্রামে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ট এলাকার বাসিন্দারা । গতবছর লোকসভা ভোটের আগের দিন চেঁচুড়ি গ্রামে বোমা ছুড়ে ও কুপিয়ে এক তৃণমূল নেতাকে খূন করা হয়। সপ্তাহ দুয়েক আগে এই গ্রামেই মজুত বোমায় উড়ে যায় একটি শৌচাগার । এনিয়ে চলে তৃণমূল ও সিপিএমের চাপানউতোর । ফলে নির্জন জায়গায় ব্যাগ বা জার পরিত্যক্ত অবস্থায় দেখলেই ভয়ে সিঁটকে যায় গ্রামবাসী । এখন রবিবার বোম্ব স্কোয়াড আসার পরেই স্পষ্ট হবে যে ওই জারে কি আছে ।।