এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২২ ফেব্রুয়ারী : টাকার বিনিময়ে বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য করা চক্রের লিঙ্কম্যানকে পাকড়াও করেছে শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ । পুলিশ ধৃতকে হলদিবাড়ির বাসিন্দা বিপুল অধিকারী হিসাবে চিহ্নিত করেছে । ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সীমান্তের তারকাঁটা কাটার বিভিন্ন সরঞ্জাম ৷ শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর আজ শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।
জানা গেছে,গত ২৩ জানুয়ারী ফুলবাড়ি এলাকায় এনজেপি থানার পুলিশের হাতে ধরা পড়ে ফেরদৌস আলম ও আতাউর রহমান নামে দুই ব্যক্তি । তাদের মধ্যে আতাউর রহমান বাংলাদেশি অনুপ্রবেশকারী । প্রথমজন এদেশী । তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে । তাদের সাথেই ছিল হলদিবাড়ির বিপুল অধিকারী ৷ কিন্তু সেদিন সে পুলিশের হাতফস্কে পালিয়ে যায় । তারপর তাকে হন্যে হয়ে খুঁজছিল এনজেপি থানার পুলিশ । শেষ পর্যন্ত শুক্রবার সে ধরা পড়ে যায় । পুলিশ জানতে পেরেছে যে ধৃত বিপুল টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভারতে ঢুকতে সাহায্য করত । কতজন বাংলাদেশিকে সে ভারতে ঢুকিয়েছে এবং এই চক্রে আর কারা জড়িত তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ ।।
★ তথ্যসূত্র ও ছবি : কৃতজ্ঞতা স্বীকার শিলিগুড়ি টাইমস

