এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২২ ফেব্রুয়ারী : এরাজ্যে ফের শুট আউটের ঘটনা ঘটেছে । এবারে ঘটনাস্থল হাওড়া জেলা । নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন লিলুয়ার গোশালা এলাকার প্রোমোটার রাজেশ সিং। শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে । তার মধ্যে একটি গুলি রাজেশের পাঁজরে এসে বিদ্ধ হয় । খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ । গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে গোদাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর,প্রোমোটার রাজেশ সিংয়ের বিরুদ্ধেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল । একাধিক খুনের মামলায় জেলও খেটেছেন তিনি । জামিনে মুক্ত হয়ে বাড়ির প্রোমোটারি ব্যবসা শুরু করেছিলেন । শুক্রবার রাতে নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল রাজেশ। সেই সময় মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে সেখানে আসে এবং রাজেশকে লক্ষ্য করে গুলি চালিয়েই পালিয়ে যায় । রাতে ওই এলাকায় লোকজনের সেভাবে যাতায়াত থাকে না৷ সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা৷ গুলিবিদ্ধ হয়ে রাজেশ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে যায় পুলিশবাহিনী । পুলিশ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ । পুরনো বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।।