এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২১ ফেব্রুয়ারী : পরিকল্পিত দুর্ঘটনা ঘটিয়ে তৃণমূল নেতাকর্মীকে হতাহত করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতকে মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামের বাসিন্দা বাসার শেখ (৫৪) নামে চিহ্নিত করেছে পুলিশ । একই গ্রামের বাসিন্দা ছিলেন মৃত তৃণমূল কর্মী লালু শেখ ও আহত তৃণমূল নেতা মফিজুল শেখের । আজ ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
ঘটনাটি ঘটে গত ১২ ফ্রেবুয়ারী ৷ ওইদিন পুরনো একটি মামলায় হাজিরার জন্য কাটোয়া মহকুমা আদালতে গিয়েছিলেন লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখ । বিকেলের দিকে বাইকে বন্ধু তথা দলীয় কর্মী লালু শেখকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তারা কল্যানপুর গ্রাম থেকে কিছুটা দূরে আটঘরার কাছে একটি ইঁটভাটার কাছে আসতেই বাইকের সঙ্গে একটা চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে৷ মৃত্যু হয় লালু শেখের এবং গুরুতর জখম হন মফিজুল।
পরেরদিন মৃতের ছেলে সাহিন শেখ মঙ্গলকোট থানায় বেশ কয়েকজননের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার অভিযোগ যে পরিকল্পনামাফিক দুর্ঘটনা ঘটানোর পর অস্ত্রশস্ত্র সহ হামলা চালিয়ে তাঁর বাবাকে খুন করা হয়েছে । ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে । মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টেও তার মাথায় আঘাতের পাশাপাশি শরীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে । কিন্তু ওই ক্ষতগুলি কোনও অস্ত্র বা বোমার আঘাত নাকি বাইক থেকে ছিটকে পড়ার কারণে হয়েছিল তা এখনো স্পষ্ট নয় । বিষয়টি স্পষ্ট হতে পুলিশ স্বাস্থ্য বিভাগের কাছে পুর্নাঙ্গ রিপোর্ট জানতে চাইতে পারে বলে খবর । এদিকে বৃহস্পতিবার রাতে ধৃত বাসার শেখের দাবি যে তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ জানতে পেরেছে যে ঘটনার সময় ইনফর্মার হিসাবে কাজ করেছিল ধৃত বাসার। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ।।