এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২১ ফেব্রুয়ারী : মহাকুম্ভ মেলা বর্তমানে শেষের দিকে । গত ১৩ জানুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় ৫০ কোটি শ্রদ্ধালু পূণ্যস্থান করবেন বলে আশা করা হচ্ছে । কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই বিশাল আধ্যাত্মিক মেলা সফলভাবে পরিচালনা করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার । কিন্তু তার পরেও কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস ও আরজেডির মত রাজনৈতিক দলগুলি মহাকুম্ভ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে৷ মমতা ব্যানার্জি মহাকুম্ভ কে বলছেন ‘মহামৃত্যু’ । লালু প্রসাদ যাদব মহাকুম্ভকে ‘ফালতু’ বলে অভিহিত করেছেন । যোগী আদিত্যনাথের মহা কুম্ভের আয়োজনকে নিশানা করতে গিয়ে সনাতন ধর্মকেই আক্রমণ করে বসছে কংগ্রেস এবং সমাজপতি পার্টির মতো রাজনৈতিক দলগুলি । তাদের এই সমস্ত কটুক্তির করা জবাব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বিধানসভায় অধিবেশনে যোগী মন্তব্য করেছেন, মহা কুম্ভের মতো আধ্যাত্মিক মেলার আয়োজন করা যদি অপরাধ হয় তাহলে বিজেপি সরকার সেই অপরাধ বারবার করবে ।
যোগী আদিত্যনাথ ইন্ডি জোটের উদ্দেশ্যে বলেন,’আপনাদেরই এক সহযোগী লালু প্রসাদ যাদব বলছেন, “আরে এ কুম্ভের কি মানে? ফালতু কুম্ভ ।” অর্থাৎ সনাতন ধর্মের মহাকুম্ভকে তার কাছে ফালতু । আর এদের আর এক সহযোগী আরো একটু এগিয়ে গিয়ে বলেছেন, “মহাকুম্ভ মৃত্যুকুম্ভ পরিবর্তিত হয়ে গেছে ।” এসব কি ? কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে বলছেন, কুম্ভ তো নাকি হুড়োহুড়িতে কয়েক হাজার লোক মরে গেছে । সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন বলছেন, ‘এই দেশের সবচেয়ে বড় বিষয় হলো মহাকুম্ভে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা । এই মৃত্যুর সঠিক সংখ্যা বলা উচিত জনতার কাছে সাফাই দেওয়া উচিত । উনি বলেছেন, সমগ্র ব্যবস্থা নাকি সাধারণ মানুষের জন্য নয় ভিআইপিদের জন্য । শত শত লাশ গঙ্গায় প্রবাহিত করে দেওয়া হয়েছে । এতে নদীর জল দূষিত হচ্ছে । সেই জল জীবিত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ।’
যোগী আদিত্যনাথ আরও বলেন,:এই ধরনের দায়িত্বজ্ঞানীর মন্তব্য সমাজবাদী পার্টি, কংগ্রেস, আরজেডি এবং টিএমসির নেতাদের দ্বারা সনাতন ধর্মের সঙ্গে সংযুক্ত সবচেয়ে বড় আয়োজনের প্রতি কটাক্ষ ৷ আমি জানতে চাই যে সনাতন ধর্ম অনুযায়ী নিজেকে তৈরি করা বা সনাতন ধর্মের কোন অনুষ্ঠানের আয়োজন করা কি কোন অপরাধ ? ওই আয়োজনকে আস্থার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া কি কোন অপরাধ ? আর যদি এটা অপরাধ হয় তাহলে আমাদের সরকার সেই অপরাধ করছে এবং ভবিষ্যতেও করবে । কারণ আমরা মনে করি যে সনাতন ধর্ম এই দেশের রাষ্ট্রীয় ধর্ম । সনাতন ধর্মের সুরক্ষাই ভারতের অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সুরক্ষা, সম্মান ও গৌরব জড়িয়ে আছে । আর সনাতন ধর্মের সুরক্ষা বিশ্ব মানবতার সুরক্ষার গ্যারান্টিও ।’। শুনুন যোগী আদিত্যনাথের বক্তব্য 👇