এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারী : পুলিশের চোখে ধুলো দিতে নিত্যনতুন পদ্ধতি আবিষ্কার করছে পশু পাচারকারীরা । পুলিশের চোখে ধুলো দিতে ডাক পার্সেল লেখা কন্টেনারের ভেতরে ঠাসাঠাসি করে মহিষ পাচার করতে গিয়ে শিলিগুড়ি জেলার নকশালবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল এক পশু পাচারকারী। পুলিশ জানিয়েছে তার নাম, মহম্মদ ফরিদ ৷ সে উত্তরপ্রদেশের বাসিন্দা । কন্টেইনার থেকে উদ্ধার হয়েছে ১৯ টি শাবকসহ মোট ৪৬ টি মহিষ । হরিয়ানার নাম্বার প্লেট লেখা ফন্টে নাকি আটক করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নাকাতল্লাশী চালাচ্ছিল শিলিগুড়ির নকশালবাড়ি থানার পুলিশ । সেই সময় পানিঘাটা মোড়ে হরিয়ানার একটি কন্টেনার (এইচ আর ৪৫ বি ৪৪৭০) নজরে পরে পুলিশের । কন্টেনারের গায়ে লেখা ডাক পার্সেল । সন্দেহ হওয়ায় পুলিশ কন্টেনারটি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই দেখতে পায় যে ভিতরে ঠাসাঠাসি করে ভরা রয়েছে ১৯ টি শাবকসহ মোট ৪৬ টি মহিষ । পুলিশ কন্টেনারের চালক মহম্মদ ফরিদের কাছে কাগজপত্র দেখতে চায় । কিন্তু সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপর পুলিশ তাকে গ্রেফতার করে এবং কন্টেনারসহ মহিষগুলোকে থানায় নিয়ে আসা হয় । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । প্রাথমিকভাবে অনুমান যে বাংলাদেশে আসন্ন পরব উপলক্ষে মহিষগুলোকে সেখানে পাচারের পরিকল্পনা করা হয়েছিল ।।
তথ্যসূত্র ও ছবি : কৃতজ্ঞতা স্বীকার শিলিগুড়ি টাইমস ।