এইদিন বিনোদন ডেস্ক,১৯ ফেব্রুয়ারী : বলিউড অভিনেতা প্রতীক বব্বর গত ভালোবাসা দিবসে বিয়ে করেছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর অভিনেতা তার বান্ধবী প্রিয়া ব্যানার্জিকে বিয়ে করেন। তার মৃত মায়ের বাড়িতে নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়েটি অনুষ্ঠিত হয়েছিল। এটি প্রতীকেরও দ্বিতীয় বিয়ে।
প্রতীকের সৎ ভাই আর্য বাব্বরের বিয়ে সম্পর্কে মন্তব্য মনোযোগ আকর্ষণ করছে। আর্য বব্বর ই-টাইমসকে বলেন যে প্রকাশের বিয়েতে কেউ তাদের আমন্ত্রণ জানায়নি এবং কেউ হয়তো তার চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। আর্য বাবর হলেন অভিনেতা রাজ বাবরের প্রথম স্ত্রীর সন্তান। প্রতীক তার দ্বিতীয় বিবাহের ছেলে। সে আমাদের কাছাকাছি থাকতে চায় না। কেউ হয়তো তাকে প্রভাবিত করছে। কেউ আমাদের বিয়েতে নিমন্ত্রণ করেনি। সে তার বাবাকে ফোনও করেনি। তুমি যাকেই ফোন করো বা না করো কেন, তোমার বাবাকে অন্তত ফোন করা উচিত ছিল ।
প্রতীকের দ্বিতীয় বিয়ে নিয়েও আর্য মুখ খুলেছিলেন। তিনি বলেন,আমার বাবা দুবার বিয়ে করেছিলেন। প্রতীকও দুবার বিয়ে করেছে । আমাদের কুকুরেরও দুটো বান্ধবী আছে ।।