এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১৮ ফেব্রুয়ারী : বারাসতের দত্তপুকুরে মুন্ডুহীন যুবকের দেহ উদ্ধারের ঘটনায় জম্মু থেকে ধৃত জলিল পুলিশকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল । সোমবার সে পুলিশকে জানিয়েছিল যে চুরি করা সোনার ভাগাভাগি নিয়ে বচসার জেরেই হজরত লস্কর নামে ওই যুবককে খুন করে মুন্ড দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় । যদিও হজরতের দেহ পাওয়া গেলেও ঘটনার ১৫ দিন পরেও তার কাটা মুন্ড এখনো অধরা । এদিকে রাত পোহাতেই ফের বয়ান বদল করেছে জলিল । শেষ পর্যন্ত সে কবুল করে যে তার স্ত্রী সুফিয়া খাতুনের হজরতের অবৈধ সম্পর্ক ছাড়ানোর বহু চেষ্টা করেও সে সফল হয়নি । যেকারণে হজরতকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ।
এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মূল আসামি জলিল, জলিলের স্ত্রী সুফিয়া খাতুন এবং ওবায়দুল গাজী । পুলিশ সূত্রে খবর, হজরতকে খুনের মোটিভ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও খুনের সময়ের বর্ণনার বিষয়ে ধৃত তিনজনের বয়ান মোটামুটি মিলে গেছে । জেরায় পুলিশ জানতে পেরেছে যে জলিল যখন হজরত লস্করের গলা কাটছিল তখন তার হাত-পা চেপে ধরে সহযোগিতা করেছিল তার স্ত্রী সুফিয়া খাতুন। তারপর স্বামী-স্ত্রী মিলেই কাটা মুন্ড লোপাট করতে ঘটনাস্থল সংলগ্ন বাজিতপুরের বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল । শেষে বাড়ির আসেপাশেই কোথাও হজরতের কাটা মুন্ড লুকিয়েছিল জলিল ।
কিন্তু কেন এই প্রকার নৃশংস খুন?
যেটা জানা যাচ্ছে,পুলিশের জেরায় জলিল কবুল করেছে যে তার স্ত্রী সুফিয়া খাতুনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল হজরত । এই সম্পর্ক থেকে সরে আসার জন্য হজরতকে বহুবার বুঝিয়েছিল জলিল । কিন্তু নাছোড়বান্দা হজরতকে এই সম্পর্ক থেকে কিছুতেই সরাতে পারেনি সে । জলিলের অনুপস্থিতিতে সুফিয়ার সঙ্গে ঘনঘন দেখা করতে আসত হজরত।এদিকে পরকীয়ার বিষয়টি জানাজানি হলে সুফিয়া সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করে । কিন্তু তারপরেও হজরত ওষুধ খেয়ে সুফিয়ার সঙ্গে যৌন সঙ্গমে মিলিত হত বলে অভিযোগ জলিলের ।
খুনের রাতেও প্রেমিকা সুফিয়ার সঙ্গে মিলনের জন্য গিয়েছিল হজরত । কিন্তু পরে তার দ্বিখন্ডিত লাশ উদ্ধার হয় । তবে শুধু মাথাই নয়, হজরতের যৌনাঙ্গ পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় জলিল। হজরতকে খুনের পর তার কাটা মুণ্ডু সরাতে সুফিয়াই জলিলকে সাহায্য করেছিল বলে জানতে পারে বারাসত পুলিশ । ধৃত জলিল,তার স্ত্রী সুফিয়া ও ওবায়দুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে কোথায় মুন্ডু লুকিয়ে রাখা হয়েছে, তা জানার চেষ্টা করে পুলিশ । মৃত হজরত লস্করের কাটা মুণ্ডু খুঁজতে জলিলের দেওয়া বয়ান অনুযায়ী আজ মঙ্গলবার তার বাড়ির সামনের পুকুরে ডুবুরি নামাতে চলেছে পুলিশ । সোমবারেও সেখানে একপ্রস্ত তল্লাশি চলে । কিন্তু হজরতের কাটা মুন্ড উদ্ধার হয়নি ।।

