এইদিন স্পোর্টস নিউজ, ১৭ ফেব্রুয়ারী : আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে পরম আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি। তাতে অবসান হবে দীর্ঘ প্রায় ৮ বছরের অপেক্ষার। সর্বশেষ ২০১৭ সালে এ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ইংল্যান্ড ও ওয়েলসে। সেবার শিরোপা উদযাপন করেছিল পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই এবারের টুর্নামেন্টের আয়োজক। পাকিস্তান অবশ্য একা আয়োজক হওয়ার সুযোগ পায়নি। ভারতের আপত্তির মুখে টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে পাকিস্তানের সহ আয়োজক সংযুক্ত আরব আমিরাত। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। এমনকি আয়োজক হলেও, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে দুবাইয়ে যেতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হতে চলেছে ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ ৷ কিন্তু স্টেডিয়ামে উড়ছে ৭ দেশের পতাকা । পতাকার সারিতে ভারতের পতাকা টাঙালোই না পাকিস্তান । পাকিস্তানসহ সাতটি দেশের পতাকা থাকলেও ভারতের পতাকা না থাকায় অনেক ক্রিকেট প্রেমীদের অনুমান, পাকিস্তানের মাটিতে বিসিসিআইয়ের দল না পাঠানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রতিহিংসা বশত এমন ঘটনা ঘটিয়েছে পিসিবি ।
ভারতের পতাকা না থাকার বিষয়টি নজরে আসে গতকাল রবিবার। গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে দর্শকরা বিষয়টি খেয়াল করেন। কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়।নএরপর থেকে এ ঘটনার চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। অনেকে এই ঘটনাকে পাকিস্তানের ঘৃণ্য মানসিকতা নিয়ে সরব হয়েছেন । অবশ্য এই ঘটনায় এখনো ভারত বা বিসিসিআইয়ের কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী বুধবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ খেলতে জ্বলেছে পাকিস্তান । শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে পাকিস্তান। ভারত প্রথম ম্যাচ খেলবে একদিন পরে। দুবাইয়ে সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।।

