এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ ফেব্রুয়ারী : কট্টরপন্থী মানসিকতায় ইসলামী সন্ত্রাসবাদের আঁতুর ঘর পাকিস্তানকে টেক্কা দিতে শুরু করেছে বাংলাদেশের মুসলিমরা৷ তাদের এখন সফট টার্গেট হলো সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ । জমি-জায়গা ঘর-বাড়ি জবরদখল,দোকান ভাঙচুর -লুটপাট, মন্দিরে হামলা এবং দেব-দেবীদের প্রতিমা অপবিত্র করার ঘটনা আকছার ঘটে চলেছে বাংলাদেশে । জামাত ইসলামি,হিযবুতের মত বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম সম্প্রদায়ের জঙ্গিদের কথায়, তাদের দেশের সবকিছুর প্রতি অধিকার একমাত্র তাদেরই । সেই লক্ষ্যে হিন্দুদের জমি জায়গা দখল করা বা সরকারি চাকরি করা হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে নিশানা করে চলেছে ওই সমস্ত জিহাদীরা । একের পর এক হিন্দু স্কুল শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তারা হুমকি দিচ্ছে যে হয় ইসলামে ধর্মান্তরিত হও নচেৎ চাকরি ছাড়ো । হাতে গোনা কয়েকজন হিন্দু নিজেদের পরিবারকে বাঁচাতে ধর্মান্তরিত হওয়াকেই শ্রেয় বলে মনে করেছেন । কিন্তু অধিকাংশ হিন্দু চাকুরীজীবী এই চরম বিপদের মাঝেও চাকরি ছেড়ে দিয়ে নিজের সনাতনী সংস্কৃতিকে রক্ষা করে যাচ্ছেন । এমনই এক ব্যক্তিত্ব হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক রন্টু দাস।
জানা গেছে, অধ্যাপক রন্টু দাসকে অলিখিতভাবে বলা হয়েছিল, বুঝিয়ে দেওয়া হয়েছিল, হয় ইসলাম গ্রহণ করো, নয় চাকরি থেকে পদত্যাগ করে লিখে দাও স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দুটির মধ্যে একটিকে বেছে নেওয়ার বিকল্প দিয়ে চলে জামাত ইসলামির জঙ্গিরা । কিন্তু তিনি দ্বিতীয় বিকল্পটিকে বেছে নিয়েছেন । স্বধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করতে রাজি হননি । স্বধর্মের প্রতি তার এই নিষ্ঠাকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছেন । তার পদত্যাগপত্রের স্বাক্ষর করার মুহূর্তের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । যেখানে রন্টু বাবুকে পদত্যাগ পত্রের স্বাক্ষর করতে দেখা গেছে এবং তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ইসলামিক জঙ্গি ছাত্রদের ।
শুধু এই পদত্যাগের ঘটনায় নয়, সনাতনী কন্ঠস্বর নামে এটি ফেসবুক পেজের অ্যাডমিন নিরুপমা রায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, হিন্দুদের জমি লুটপাট ও বাড়ি ভাঙচুর হয়েছে । কাপাসিয়া বাজার হরি মন্দির সংলগ্ন একটি সম্পত্তিতে হাইকোর্টে নিষেধাজ্ঞ এবং রুলস জারি আছে। কিছু সন্ত্রাসী জোরপূর্বক এখানে দখল করতে আসে এবং খুন জখমের হুমকি দিচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করুন সারা বাংলাদেশের মানুষ জানুক বিশ্বজানোক যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অর্ডার না মেনে বাজারে ভাঙচুর চালাচ্ছে। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি নিরব।’।

