এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ ফেব্রুয়ারী : পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার মির্জাবাজার এলাকার বাসিন্দা ৬০ বছরের বৃদ্ধ সেখ নজরুল ইসলাম ও তার ভাগনা আব্দুল রশিদ বেগ একটা বোলেরো পিকআপ ভ্যান ভাড়া করে মালদায় ছাগল কিনতে যাচ্ছিলেন । কিন্তু তারা মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কুলুট বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যান থেকে চারজন দুস্কৃতী নেমে এসে কেবিনে উঠে অস্ত্র দেখিয়ে জোর করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আব্দুল রশিদ বেগের কাছে থাকা ৭০০ টাকাও ছিনতাই করে । গত ২৪ জানুয়ারি রাতের ঘটনা ।
কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমে ওই সন্দেহভাজন মারুতিকে চিহ্নিত করে পুলিশ। গত ২ ফেব্রুয়ারি পুলিশ মারুতি চালক সুরজ আলিকে গ্রেফতার করে। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের বালবানদিঘি এলাকায়। তাকে হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায় । ধৃত সুরজ আলি কবুল করে যে তাদের দলেরই সদস্য বলেরো পিকআপ ভ্যান চালক পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার হোসনাবাদ এলাকার বাসিন্দা মোতন মল্লিক (২৮)। পুলিশ তাকে গ্রেফতার করেছে । রবিবার রাতে মেদিনীপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মোতন মল্লিককে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । আজ সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৪ জানুয়ারী রাত প্রায় আড়াইটে নাগাদ কুলুট বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ মোতন মল্লিক গাড়িটিকে ব্রেক কষে দাড় করায়। আগে থেকেই সেখানে মারুতি ভ্যানটি অপেক্ষা করছিল । মোতন মল্লিক তার গাড়িটিকে দাড় করাতেই চারজন দুস্কৃতী নেমে এসে কেবিনে উঠে অস্ত্র দেখিয়ে জোর করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয় ।
ভাড়া করা বলেরো পিকআপ ভ্যানের চালক মোতন মল্লিকের উপর পুলিশের আগেই সন্দেহ ছিল । ছিনতাইয়ে ব্যবহৃত মারুতি চালক সুরজ আলি জেরায় তার জড়িত থাকার কথা কবুল করলে পুলিশ নিশ্চিত হয় । এখন কেতুগ্রাম থানার পুলিশের একটাই লক্ষ্য হল ছিনতাই করা টাকা উদ্ধার । সেই লক্ষ্যে মোতন মল্লিককে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ ।।
The driver of the car in which the businessman was going to buy goats was a member of a gang of robbers, finally arrested

