এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ফেব্রুয়ারী : এরাজ্যে সরস্বতী পুজোর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ করে আজ সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ কয়েকজন বিজেপি বিধায়ক ওয়েলে নেমে বিক্ষোভ দেখান । যেকারণে শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে একমাসের জন্য সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক । তারই প্রতিবাদে বিধানসভার বাইরে বেরিয়ে এসে বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করেন বিজেপির বিধায়করা । শুভেন্দুর নেতৃত্বে ওই মিছিলে শ্লোগান তোলা হয়, “মুসলিম লীগের সরকার আর নেই দরকার”,” হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার”, “সরস্বতী পুজো বন্ধ করা সরকার আর নেই দরকার”, “পুলিশ মন্ত্রী হায় হায়” এবং “সরস্বতী মাতা কি জয়” প্রভৃতি । দেখুন ভিডিও 👇
পরে বিধানসভার গেটে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আগামিকাল মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের উপরে জবাবি বক্তব্য রাখবেন। তাই তিনি যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারেন, সেটা নিশ্চিত করতেই আমাকে এবং যারা বিধানসভায় সবচেয়ে বেশি সরব হন তাদের সাসপেন্ড করা হয়েছে।’
আগামিকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য যখন লাইভ টেলিকাস্ট হবে তখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লাইভে এসে নিজের বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি জানান, বিজেপি বিধায়করা গেটে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা । আর তার বক্তব্য শোনার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানান শুভেন্দু অধিকারী ।
শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের, শুভেন্দু অধিকারী অধ্যক্ষের দিকে তেড়ে এসে কাগজ ছুড়ে মেরেছেন । অধ্যক্ষ পদের পক্ষে অবমাননাকর। এই অভিযোগ তুলেই বিরোধী দলনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তাঁকে সাসপেন্ড করার দাবি তোলেন তারা । যদিও শুভেন্দু অধিকারী বলেন,বঙ্কিম ঘোষ ও অগ্নিমিত্রা পাল সাসপেন্ড হয়েছেন৷ অথচ তারা ওয়েলে নেমে আসেননি বরঞ্চ নিজেদের আসনেই ছিলেন ।’ তাকে সহ বাকিদের সাসপেন্সনকে ‘পূর্ব পরিকল্পিত ছক’ বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ।।

