এইদিন ওয়েবডেস্ক,কোচি(কেরালা),১৭ ফেব্রুয়ারী : ২৫ বছর বয়সী এক বিবাহিতা নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করে প্রেমের ফাঁদে ফেলে দুবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে কেরলের কোঝিকোডের বাসিন্দা মহম্মদ নিশাল(Mohammad Nishal) নামে এক ইউটিউবার । সে ওই মহিলার একটি অশ্লীল ভিডিওও তৈরি করে । প্রতিবাদ করলে তা মহিলার স্বামীর কাছে পাঠানো এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। তবে এই প্রথম এমন কুকীর্তি করেনি মহম্মদ নিশাল । পুলিশ নিশ্চিত করেছে যে নিশালের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও কয়েকটি অনুরূপ মামলা রয়েছে এবং তারা সেই সমস্ত ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
নির্যাতিতার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলে তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল ২৫ বছর বয়সী মহম্মদ নিশাল। তাকে দু’বার ডেকে নিয়ে গিয়ে ধর্ষণও করে । সেই অশ্লীল ভিডিও রেকর্ড করে এবং ভিডিওগুলি অনলাইনে ভাইরাল করার এবং প্রতিবাদ করলে তার স্বামীর কাছে পাঠানোর হুমকি দেয় মহম্মদ নিশাল । রবিবার (১৬ ফেব্রুয়ারী) অভিযোগ দায়েরের পর পুলিশ মহম্মদ নিশালকে কোচির কালামাসেরি পুলিশ গ্রেপ্তার করে ।।

