এইদিন ওয়েবডেস্ক,সাতক্ষীরা,১৬ ফেব্রুয়ারী : বাংলাদেশে ফের এক হিন্দু পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল । এবারে সাতক্ষীরায় অনুপম কুমার ঘাষ (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পৌরসভার রসুলপুর এলাকার একটি ভাড়া বাড়িতে আজ রবিবার ভোর রাতে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঋণের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যা করেছেন ।
অনুপম কুমার ঘোষ বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর গ্রামের আশীষ ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২। তিনি সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। অনুপম ঘোষের স্ত্রী দীপা ঘোষ জানান, বছর খানেক অনুপম অনেক টাকা ঋণী হয়ে পড়েছিলেন। তার সোনার গহনা বন্দক দিয়ে তিনি কিছুটা ঋণ শোধও করেছিলেন। দীপা ঘোষ আরও জানান, ডিউটি শেষ করে অনুপম রাত ২টার দিকে বাড়িতে ফেরেন। তারপর তিনি রাতের খাবার খান। খাবার খাওয়ার সময়ে সোনার গহনা বন্ধক ছাড়ানো নিয়ে তার মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে তিনি পাশের কক্ষের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। ঘরের দরজা ভেঙে অনুপমকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মৃরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
তবে ওই হিন্দু তরুনের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছে না অনেকে৷ ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস লিখেছে,’আজ ভোর ৪টার দিকে সাতক্ষীরার রসুলপুরে ভাড়া বাসায় হিন্দু পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের লাশ পাওয়া যায়। অনির্বাচিত ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু পুলিশ কর্মকর্তাদের ঘন ঘন মৃত্যু গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।’।

