শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী : গভীর রাতে ঘরে ঘুমচ্ছিল এক যুবক । ইঁটের প্রাচীর ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ঘরে ছিল খাট বিছানা,পোশাকপরিচ্ছদ ও টাকা থেকে শুরু করে নিত্যব্যবহার্য যাবতীয় সামগ্রী । এমনকি বস্তাবন্দি ধান ও রাসায়নিক সার এনে রাখা ছিল একই ঘরের মধ্যে । গভীর রাতে প্রবল গরম অনুভব করায় যুবকের ঘুম ভেঙে যায় । হুড়মুড়িয়ে উঠেপড়ে সে । তারপর দেখে গোটা ঘর গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা ৷ কোনো রকমে দরজা খুলে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও নগদসহ লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায় । শনিবার রাতে সেই অগ্নিকাণ্ডের ঘটনার কথা ভেবে আজ রবিবার সকালে আতঙ্কে বারবার শিহরত হয়ে উঠছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েতের সোনাগাছি গ্রামের বাসিন্দা শেখ সাইদুল । প্রাণ বেঁচে যাওয়ায় আল্লাহকে তিনি কৃতজ্ঞতা জানালেও সারা বছর কিভাবে চলবে এই ভেবেই এখন আকুল তিনি ।
জানা গেছে,সোনাগাছি গ্রামের বাসিন্দা শেখ সাইদুল পেশায় কৃষক । ভস্মীভূত হয়ে যাওয়া ওই একচিলতে ঘরেই বসবাস করতেন তিনি । তিনি বলেন,ঘরের মধ্যে পোশাক,খাট বিছানা, টাকাপয়সা, রান্নার সামগ্রী প্রভৃতি সব কিছুই ছিল । এমনকি কয়েক বস্তা ধান ও বোরো চাষের জন্য শনিবার রাসায়নিক সার কিনে ওই ঘরের মধ্যেই রেখেছিলাম । প্রতিদিনের মতো শনিবারেও তাড়াতাড়ি রাত্রের খাবার খেয়ে ঘুমোতে চলে যাই । পরে আমি একাই ছিলাম । গভীর রাতে প্রচন্ড গরমে আমার ঘুম ভেঙ্গে যায় । ঘুম থেকে উঠে দেখি গোটা ঘর গ্রাস করেছে আগুনে লেলিহান শেখা । কোন কিছু উদ্ধার করার সময় পর্যন্ত আমি পাইনি । প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে এসে লোকজন ডাকাত ডাকাডাকি করি । তারা বালতি করে জল তুলে আগুন তো নেভায় কিন্তু সবকিছু ভষ্মীভূত হয়ে যায় ।’ এ কথা বলার পর কান্নায় ভেঙে পড়ে শেখ সাইদুল বলেন,’এখন সারা বছর কিভাবে চলবে আমি জানিনা । সরকারিভাবে যদি সহায়তা না পাই তাহলে না খেতে পেয়ে মরতে হবে আমাদের।’ কিন্তু কিভাবে আগুন লাগলো তা কিছু তুই বুঝে উঠতে পারছেন না বলে জানান । স্থানীয় বাসিন্দারের সন্দেহ যে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত । আগুন এতটাই ভয়াবহ ছিল যে তার উত্তাপে ফেটে যায় ছাউনির অ্যাসবেস্টসগুলিও । আজ খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে মন্তেশ্বর থানার পুলিশ । তখনও ওই যুবকের ঘর থেকে ধোয়ার কুন্ডলী উঠতে দেখা যায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রাম জুড়ে ।।
House catches fire in Monteshwar late at night, homeowner survives thanks to strong prayers

