এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,১৬ ফেব্রুয়ারী : প্রতিবেশীদের মারে আলিপুরদুয়ারে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে । আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চালনিরপাক এলাকার বাসিন্দা সুকান্ত দেবনাথ নামে ওই পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল । কিন্তু শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
জানা গিয়েছে, শুক্রবার প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাধে সুকান্তর পরিবারের । সেই ঝামেলায় জড়িয়ে পড়ে সুকান্ত। সেই সময় প্রতিবেশীদের কয়েকজন সুকান্তকে ধরে বেধড়ক মারধর করে। মাথায় মারাত্মক আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই কিশোর । তাকে উদ্ধার করে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হল না । চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় ভিতরে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার । পদ্মেশ্বরী হাইস্কুলের ওই পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। কিন্তু হাসপাতালে বসে অঙ্ক পরীক্ষা দেওয়ার সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর । তারপর আর পরীক্ষাই দেওয়া হল না তার । মর্মান্তিক এই ঘটনায় শোকে বিহ্বল পরিবার,শোকস্তব্ধ স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

