এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩০ জুলাই : বৃহস্পতিবার রাতভর একটানা বৃষ্টিপাতের জেরে জলের তলায় চলে গেল পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি । আমন ধানের চাষে শুরুর মুখেই ভারী বর্ষনের কারনে ক্ষতির আশঙ্কা করছেন জেলার চাষিরা । শুধু কৃষিজমিই নয়, জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু জনবসতি এলাকাগুলিও । তার মধ্যে কোনও কোনও এলাকায় কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে বলে খবর ।
জলপ্লাবিত এলাকাগুলির মধ্যে রয়েছে কুনুর নদী সংলগ্ন গুসকরা পুর এলাকা । নদী প্লাবিত হয়ে জল পুরসভার ১,২,৩,৫,৬,৮,১২,১৩ প্রভৃতি ওয়ার্ডগুলির মধ্য দিয়ে বয়ে যাচ্ছে । ফলে রাস্তাঘাট জলমগ্ন তো হয়েছেই,পাশাপাশি বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে বলে জানা গেছে । গুসকরা পুর এলাকা ছাড়াও আউশগ্রাম ব্লকের বাবুরবাঁধ, সিলুট,বসন্তপুর, কুরুম্বা,বাখরাই, সোমাইপুর প্রভৃতি গ্রামের বেশ কিছু কৃষিজমি কুনুর নদীর জলে প্লাবিত হয়েছে । আউশগ্রামের ওয়ারিশপুর,পূর্বতটি,হরগরিয়াডাঙ্গা, আউশগ্রাম, প্রভৃতি গ্রামের মোট প্রায় ১৫ -২০ টি মাটির বাড়ি ভেঙে পড়েছে জানা গেছে । ওই সমস্ত পরিবারগুলিকে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে ।
তবে ধানজমি প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা । তাঁদের দাবি,এলাকার প্রায় ৭০ শতাংশ জমিতে আমন ধান রোয়ানোর কাজ সম্প্রতি শেষ হয়েছিল । বর্তমানে জমিগুলি জলে ডুবে থাকায় সদ্য রোয়ানো ধানের চারা নষ্ট হয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন । ফলে তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে ।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের পাশাপাশি ভাতার ও কাটোয়া মহকুমা এলাকার মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া-২, কাটোয়া-১ প্রভৃতি ব্লকগুলির প্রচুর কৃষিজমি জলের তলায় চলে গেছে । ফলে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন । শুক্রবার দেখা গেল ভাতার বাজার সংলগ্ন রবীন্দ্রপল্লি,রামকৃষ্ণপল্লি, সারদাপল্লি প্রভৃতি পাড়াগুলি কার্যত জলবন্দি হয়ে গেছে । এছাড়া ভাতার ব্লকের খড়ি নদী সংলগ্ন কর্জনা, মিরেপাড়া, নবস্থা প্রভৃতি গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়েছে । খড়ি নদীর পাশে কাগজকলের জন্য নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছিল, তার জেরেই প্রতি বছর বর্ষায় নদী সংলগ্ন গ্রামগুলি প্লাবিত হচ্ছে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামিবাসীরা ।।