এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ জুলাই : ভারী বৃষ্টিপাতের জেরে রাজ্যে মৃত্যু হল ৩ ব্যক্তির । শুক্রবার সকালে নিজের মাটির বাড়িতে শুয়ে থাকার সময় দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হল বাঁকুড়ায় । অন্যদিকে হাওড়া জেলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে । পাশাপাশি রাতভর বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় জল জমেছে ফলে চুড়ান্ত দূর্ভোগে পড়েছেন শহরবাসী । এদিকে বৃষ্টিপাতের রেশ কমলেও শুক্রবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা ।
বৃস্পতিবার সন্ধ্যা থেকে রাজ্য জুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত । চলে শুক্রবার সকাল পর্যন্ত । বৃষ্টিপাতের সময় এদিন সকালে নিজের মাটির বাড়ির একটি ঘরে শুয়েছিলেন বাঁকুড়া জেলার সিমলাপাল থানার পাথরডোবা গ্রামের বাসিন্দা শেখ ওয়াহাব নামে বছর ষাটেকের এক বৃদ্ধ । সেই সময় ঘরের দেওয়াল ভেঙে পড়ে । দেওয়ালের নিচে তিনি চাপা পড়ে যান । দুর্যোগের মাঝেই স্থানীয় লোকজন ছুটে এসে মাটি সরিয়ে বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
অন্যদিকে রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে জলে ডুবে রয়েছে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকা । এদিন সকালে দুর্যোগের সময় জগাছা থানার ইছাপুর মিলনসংঘ এলাকার বাসিন্দা এক ব্যক্তি বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান বলে জানা গেছে । ওই ঘটনার জের কাটতে না কাটতেই বিগার্ডেন থানা এলাকা থেকে ফের এক ব্যক্তির মৃত্যুর খবর আসে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন সকালে ওই ব্যক্তি বিগার্ডেন থানার কোয়ার্টার এলাকা দিয়ে সাইকেলে চড়ে যাচ্ছিলেন । সেই সময় তিনি কোনওভাবে সাইকেল থেকে জমা জলে উল্টে পড়েন । কিন্তু ওই জায়গায় জলের এতটাই স্রোত ছিল যে তিনি চেষ্টা করেও জল থেকে উঠতে পারেননি । স্রোতের টানে ওই ব্যক্তি গিয়ে পড়েন রাস্তার পাশে পুকুরে । পরে পুকুরের জল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।
এদিকে এদিন সকাল থেকে বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা কমলেও এখনই এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে । আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,কলকাতার উপর নিম্নচাপের প্রভাব কমলেও মৌসুমি অক্ষরেখার জন্য সারাদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । অন্যদিকে মৌসুমি অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত । তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ।
এছাড়া বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে বীরভূম সংলগ্ন অঞ্চলে । আগামী দু’দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে । তার জেরে এদিন পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিতে ৩০- ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । এদিকে আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।।