এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ ফেব্রুয়ারী : ভিক্ষা করার ছলে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় ২ দুই মহিলাসহ ৩ জনকে প্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ ধৃতদের লাভলি সিং (২০),জয়িতা সিং (১৯) এবং সমীর সিং (২৮) নামে চিহ্নিত করেছে । তারা পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা । কিন্তু তারা চুরির উদ্দেশ্য নিয়ে দাঁইহাট স্টেশন এলাকায় থাকছিল বলে খবর ।
জানা গেছে,চুরির ঘটনাটি ঘটে কাটোয়ার খাসপুর গ্রামের বাসিন্দা গদাধর চৌধুরীর বাড়িতে । তিনি পেশায় মোটর ভ্যানচালক । বুধবার দুপুর নাগাদ ওই দলটি তার বাড়িতে আসে । গদাধরবাবু তখন বাড়িতে ছিলেন না ৷ তার স্ত্রী রাখি চৌধুরী বাড়ির ছাদে বড়ি দিচ্ছিলেন । আর মেয়ে স্কুলে গিয়েছিল। স্থানীয় সূত্রে খবর,সমীর সিং কাছা পড়ে ছিল । বাবা মারা যাওয়ার কথা বলে বাড়ি বাড়ি সাহায্য ভিক্ষা করছিল । তার সাথে ছিল লাভলি সিং ও জয়িতা সিং । এক মহিলার কোলে একটি শিশুও ছিল। গদাধর চৌধুরীর বাড়ি ফাঁকা দেখে তারা সটান ঘরে ঢুকে পড়ে । তারপর টাকাপয়সা সহ কিছু জিনিসপত্র লুটপাট শুরু করে বেরিয়ে যায় । এদিকে দলটি যখন বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছিল তখন রাখিদেবী ছাদ থেকে দেখে ফেলেন । তিনি চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে ধরে ফেলে। পরে কাটোয়া থানার পুলিশ এসে তাদের গ্রেফতার করে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী । আজ বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠায় ।।