এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৩ ফেব্রুয়ারী : ভারত ও ইউরোপীয় দেশগুলিতে মুসলমান অনুপ্রবেশ মূর্তিমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে । যত অনুপ্রবেশ বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবণতা । সবচেয়ে অসুরক্ষিত দেশগুলির অমুসলিম মেয়েরা । তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির আশ্রয় পেয়ে বেপরোয়া শরণার্থীরা তাদের পাশবিক লালসার শিকার বানাচ্ছে অমুসলিম মেয়েদের । সাম্প্রতিক সময়ে এনিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে ব্রিটেনে । পাকিস্তানি বংশভূত ব্রিটিশ নাগরিক শরণার্থীদের দ্বারা ব্রিটিশ মেয়েদের যৌন শোষণের কিছু ঘটনা তুলে ধরেছেন । তার মধ্যে অভিযুক্তের তালিকায় রয়েছে ৩ বাংলাদেশি মুসলিম যুবক ।
ফারাজ পারভেজ লিখেছেন,’সাইফ মুহাম্মদ, একজন বাংলাদেশী মুসলিম,মাত্র ৪ সপ্তাহ আগে যুক্তরাজ্যে এসেছিলেন, একটি ১৪-বছর-বয়সী ব্রিটিশ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিলেন, ধরা পড়ে এবং গ্রেপ্তার করা হয়েছিল। কিশোরীর সাথে কুকর্ম করার পর সে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে ।’
দ্বিতীয় ঘটনায় তিনি লিখেছেন,’লন্ডন- বাংলাদেশের ২৬ বছর বয়সী মোহাম্মদ সাদিকুর রহমান ১৪ বছর বয়সী ব্রিটিশ তরুণীকে ধর্ষণের চেষ্টা করে । মুহম্মদকে ধরা ও গ্রেফতার করা হয়েছে । সে বলেছে,’আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই আমি তাকে আমার যৌনাঙ্গের একটি ছবি পাঠিয়েছিলাম।’
তৃতীয় বাংলাদেশির ঘটনায় তিনি জানান,লন্ডন- বাংলাদেশ থেকে মোহাম্মদ নাসিম চৌধুরী ১২ ও ১৩ বছর বয়সী ব্রিটিশ কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে । ব্রিটিশ দেশপ্রেমিকদের হাতে ধরা পড়ে।
বাংলাদেশি ছাড়াও অন্য দুই দেশের দুই নাগরিকের কুকর্মের কথা এক্স-এ জানিয়েছেন ফারাজ পারভেজ । তিনি লিখেছেন, যুক্তরাজ্য: আইলেসবেরি – মরক্কো থেকে মুহাম্মাদ সৌদি একটি ১৩ বছর বয়সী ব্রিটিশ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল । ব্রিটিশ দেশপ্রেমিকদের হাতে ধরা পড়ে। মুহাম্মদের ভাই তাকে বাঁচাতে হস্তক্ষেপ করেছিল ।
আরও একটি ঘটনায় তিনি লিখেছেন, ইয়েমেন থেকে লিভারপুল-নাবিল সালাহ ১৩ বছর বয়সী ব্রিটিশ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিলেন, ব্রিটিশ দেশপ্রেমিকদের হাতে ধরা পড়েছিল। নাবিল সালাহ, জার্মানিতে ওয়ান্টেড, কয়েকদিন আগে নৌকায় করে যুক্তরাজ্যে এসেছিল ৷ প্রতিটি পোস্টের শেষে তিনি লিখেছেন,’অনুগ্রহ করে আবার পোস্ট করুন এবং ব্রিটিশ মেয়েদের জন্য আপনার আওয়াজ তুলুন৷’।