এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ ফেব্রুয়ারী : বুধবার রাজ্য বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে রাজ্য সরকারের চাকুরে, এমনকি বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সুখবর শুনিয়েছেন তিনি । রাজ্যের বিধানসভার ভোট আর মেরেকেটে এক বছর । তার আগে এই বাজেটকে ‘প্রতিষ্ঠান বিরোধী’ হাওয়াকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা বলে মনে করছেন অভিজ্ঞমহল ।
রাজ্য সরকারের আজকের বাজেটের বিশেষ বিশেষ ঘোষণাগুলি হল :
★ আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইলের জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা।
★ রাজ্য সরকারের চাকুরেদের জন্য ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি । ফলে ডিএ বেড়ে দাঁড়াল মোট ১৮ শতাংশে । কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এনিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। তারই মাঝে চলতি বছরের এপ্রিল মাস থেকে বর্ধিত ডিএ চালু হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
★ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করা৷ বিষয়টি নিয়ে রাজনৈতিক ইস্যুও হয়েছিল বিগত নির্বাচনগুলিতে । অবশেষে আজ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী । যদিও ওই প্রকল্পের মোট খরচ হল ১,৫০০ কোটি টাকা।
এছাড়া, নদী কেন্দ্রিক এলাকায় ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা এবং ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরে সেতু তৈরি করতে বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। সাড়ে তিনশো সুফল বাংলা স্টলের জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা বাড়ানো হয়েছে । বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ বাড়ানোর ঘোষণা করা হয়েছে । নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করছে রাজ্য সরকার।।