এইদিন স্পোর্টস নিউজ,১২ ফেব্রুয়ারী : সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ টেস্টে পিঠের ব্যথার কারণে মাঠ ছেড়ে গিয়েছিলেন জাসপ্রীত বুমরা। সেই থেকে মাঠের বাইরেই আছেন এই পেসার। খেলছেন না ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের চলমান সিরিজও। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াডে ছিলেন বুমরা। এরপরও শঙ্কা ছিল, বৈশ্বিক টুর্নামেন্টের আগে ডানহাতি এ পেসার পুরোপুরি ফিট উঠতে পারবেন কি না! সেই শঙ্কাটাই সত্যি হয়েছে। পিঠের নিচের অংশের চোট কাটিয়ে সেরে উঠতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গেছেন বুমরা। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে দলের প্রধান পেসারকে না পাওয়ার খবরটি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুমরার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন হারশিত রানা।
গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিনে ভারতের স্কোয়াডে আরও একটি পরিবর্তন এনেছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ব্যাটসম্যান ইয়াসাসভি জয়সোয়ালের বদলে নেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী স্পিনার ভারুণ চক্রবর্তীকে। জয়সোয়ালকে অবশ্য একেবারে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে জয়সয়ালকে। তবে এই ৩ জনকে দলের সঙ্গে দুবাইয়ে নিয়ে যাওয়া হবে না। তারা ভারতেই থাকবেন। দলের প্রয়োজন পড়লে উড়িয়ে নিয়ে যাওয়া হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে।
বুমরার পরিবর্তে জায়গা পাওয়া হারশিত রানা সর্বশেষ আইপিএল দিয়ে নজর কাড়েন। সেটার ফল হিসেবে বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ২৩ বছর বয়সী এ ডানহাতি পেসারের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ দিয়েও ওয়ানডে ও টি- টোয়েন্টিতেও অভিষেক হয় রানার। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। অন্যদিকে জয়সোয়ালের পরিবর্তে ডাক পাওয়া বরুণ চক্রবর্তীরও ওয়ানডে অভিষেক হয়েছে ইংলিশদের বিপক্ষেই। বুমরার চোট নিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বেঙ্গালুরুতে বুমরার পিঠে করানো সর্বশেষ স্ক্যানে তেমন অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে বোলিংয়ে ফেরার মতো প্রস্তুত নন তিনি । কবে নাগাদ বোলিং করতে পারবেন, সে সময়সীমা ঠিক করা না হলেও, কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের মেডিকেল টিম বুমরাকে পর্যবেক্ষণে রেখেছে।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে ভারত। তার আগে যেহেতু বুমরার সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই, অনেকটা বাধ্য হয়েই বোলিংয়ের প্রধান শক্তিকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির মিশনে যেতে হবে ভারতকে!