এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,১১ ফেব্রুয়ারী : শুধুমাত্র ৩ দিনে মহাকুম্ভে ৩১ লাখের অধিক পূণ্যার্থী পূণ্যস্নান করেছে বলে জানালো ভারতীয় রেল দপ্তর । রেলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,রবিবার চলেছিল ৩৩০ টি ট্রেন এবং মোট যাত্রী ভ্রমণ করেছিল ১২.৫০ লক্ষ যাত্রী। গতকাল সোমবার মোট ট্রেন চলে ৩৩৪টি এবং ১৪.৪০ লাখেরও বেশি পূণ্যার্থীদের সংখ্যা ছিল ।আজ মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত মোট ট্রেন চলে ৯৩ টি এবং ট্রেনে আরোহণকারী যাত্রীর সংখ্যা ৪.৬০ লাখেরও বেশি । রেল দপ্তর আরও জানিয়েছে যে নির্ধারিত সব ট্রেন কর্মসূচি অনুযায়ী চলছে।বিশেষ ট্রেনও পরিকল্পনা অনুযায়ী। রিং পরিষেবাগুলিও সময়সূচী অনুযায়ী রয়েছে।
এদিকে প্রয়াগরাজ এর ট্রেনে যাত্রীদের ওপর হামলার একাধিক ভাইরাল ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। তারপর থেকেই বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে।রেলওয়ে বোর্ড এবং জোনাল অফিসে সিনিয়র অফিসাররা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়াগে ডিআরএম বিএসবি, ডিআরএম এলের ক্যাম্পিং করা হয়েছে । রেলের উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন । ১১৮৬ টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে । পাশাপাশি যাত্রীদের সঠিক চলাচল এবং সুবিধার জন্য বিশেষ প্রস্থান এবং প্রবেশের পরিকল্পনা চালু করা হয়েছে। রেলওয়ে বোর্ড এবং জোনাল অফিসে সিনিয়র অফিসারদের দ্বারা তার পর্যবেক্ষণ করা হচ্ছে ।।