শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার দুটি পৃথক পথ দুর্ঘটনায় ভাতারের ২ জনের মৃত্যু হল । স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান থেকে স্কুটিতে চড়ে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন ভাতারের এরুয়ারের বাসিন্দা ৬৪ বছর বয়সী আবসার আলী শেখ। সোমবার সন্ধ্যায় বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের ভাতারের পালার মোড় ও আলিনগরের মধ্যবর্তী এলাকা আসতেই একটি অজানা গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে ভাতারের বামশোর গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী সুদীপ কর্মকারের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। জানা গেছে বর্ধমান সংলগ্ন একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সুদীপ। সোমবার রাত্রি আনুমানিক দশটা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফেরার পথে বর্ধমান শহরের উল্লাস মোড় সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপের। মঙ্গলবার দেহ দুটির ময়নাতদন্ত হয় বর্ধমান পুলিশ মর্গে।দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে শোকাহত পরিবার পরিজন।।