এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৯ জুলাই : হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক স্বাস্থ্যকর্মীকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার খাতড়া এলাকার । মহিলার স্বামী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, অভিযুক্ত দুই যুবকই ঘটনার সময় মত্ত অবস্থায় ছিল । তাদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি শনাক্তকরণ প্যারেড করানো হবে ।
জানা গেছে,খাতড়া শহরের বাসিন্দা বছর আটচল্লিশের ওই মহিলার বাড়িতে রয়েছেন স্বামী ও এক ছেলে । মহিলা সিমলাপালের পুখুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন । প্রতিদিনের মতই বুধবার যথারীতি ডিউটি সেরে পুখুরিয়া বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন । কিন্তু দীর্ঘক্ষন অপেক্ষা করার পরেও কোনও বাস না আসায় বাধ্য হয়ে খাতড়াগামী একটি ছোট গাড়িতে তিনি উঠে পড়েন ।
মহিলা জানান,গাড়িটি এক যুবক চালাচ্ছিল । আর এক যুবক তার পাশে বসেছিল । খাতড়া শহরের আগেই পড়ে কাশীপুর জঙ্গল । সেখানে আসতেই চালক গাড়িটি সোজা গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায় । বিপদ বুঝে তিনি চিৎকার করে লোকজন ডাকতে থাকেন ৷ কিন্তু নির্জন জায়গায় তখন অন্য কেউ ছিল না । এরপর গভীর জঙ্গলের ভিতর আসতেই গাড়িটি দাঁড় করিয়ে ওই দুই যুবক তাঁকে ধর্ষনের চেষ্টা করে । তিনি চিৎকার করতে শুরু করলে তারা মারধর করে । তাঁর মুখ ফেটে রক্ত বের হতে থাকে । তিনি কোনও রকমে সেখান থেকে পালিয়ে এসে স্থানীয় এক গৃহস্থের বাড়িতে এসে আশ্রয় নেন ।
জানা গেছে,এদিকে অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় মহিলার স্বামী তাঁকে খুঁজতে বের হন । খোঁজ করতে করতে শেষে ওই বাড়িতে চলে আসেন মহিলার স্বামী। এরপর মহিলাকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন ওই মহিলা ।
এদিকে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর মহিলার স্বামী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই রাতের দিকে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠুন সিংহ ও প্রশান্ত দুলে । এদিন তাদের আদালতে পাঠানো হয় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত মহিলার পরিবারের লোকজন ।।