এইদিন বিনোদন ডেস্ক,১১ ফেব্রুয়ারী : এপার বাংলার কবির সুমনের স্ত্রী তথা ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শারিরীক অবস্থা বিশেষ ভালো যাচ্ছে না । সম্প্রতি মঞ্চে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দর্শকদের সামনেই মঞ্চেই লুটিয়ে পড়লে শিল্পিকে দ্রুত ঢাকার গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনদিন ভর্তি থাকার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে চলে যান সাবিনা ইয়াসমিন । ফলে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরলেও তার ফেরাটা খুব একটা সুখকর হয়নি ।
অবশেষে কিছুটা সুস্থ হয়েই আবার পেশাদার জীবনে ফিরে এলেন গায়িকা । সম্প্রতি এক নতুন দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর-সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ নব প্রজন্মের আরও দশজন শিল্পী, তাদের মধ্যে অন্যতম আতিয়া আনিসা। গানের রেকর্ডিং শেষে আতিয়া আনিসা বলেন, ‘আমার জীবনের এক স্মরণীয় দিন! কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে প্রথমবারের মতো দেখা হলো এবং একই গানে কণ্ঠ মেলানোর দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনেই বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে গাইতে পারাটা যেন স্বপ্নের মতো।’ তিনি আরও জানান, এত বড় মাপের শিল্পী হয়েও সাবিনা ইয়াসমিন কতটা আন্তরিক, তা তাঁকে মুগ্ধ করেছে। স্টুডিওতে সময় কাটানোর অভিজ্ঞতা কখনও ভুলবেন না বলেও উল্লেখ করেন তিনি।
প্রায় এক বছরেরও বেশি সময় সংগীত জগতের বাইরে ছিলেন সাবিনা ইয়াসমিন। চলতি বছরের ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে দীর্ঘ সময় গান পরিবেশন করেন তিনি। প্রায় সোয়া এক ঘণ্টা মঞ্চে থাকার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে বিরতি শেষে আবারও গানে ফিরে দর্শক-শ্রোতাদের আনন্দ দেন বাংলাদেশের এই গায়িকা ।।