এইদিন ওয়েবডেস্ক,তেলিয়ামুড়া(ত্রিপুরা),১১ ফেব্রুয়ারী : ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় রক্তাক্ত হল আসাম-আগরতলা জাতীয় সড়ক। সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় । মোটরসাইকেল(নম্বর : TR 06 D 5795) ও বোলেরো পিকআপ গাড়ির(নম্বর: TR 04 E 1530) মুখোমুখি সংঘর্ষে ৩ জন বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন । আহত আয়েশ দেববর্মা(২৪), অখিল দেববর্মা(৩১) এবং রেহান দেববর্মা (৩১) বর্তমানে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে চিকিৎসাধীন ।
জানা গেছে,সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলটি আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে খোয়াই-এর বাগান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল । বাইক আরোহীদের বিরুদ্ধে ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে । বাইকটি তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । তিন বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে । এদিকে বিকট শব্দ পেয়ে ছুটে আসে এলাকার লোকজন । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের নিকট। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । বর্তমানে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে চিকিৎসাধীন তিন আহত বাইক আরোহী ।।