এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ চব্বিশ পরগনা,১০ ফেব্রুয়ারী : খাবারের সন্ধানে রাতের অন্ধকারে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। রাতেই জাল ঘেরা হয় গ্রামের একাংশ । সকাল হতেই তাকে এলাকা ছাড়া করতে তৎপর হয় বনকর্মীরা । কিন্তু যাবতীয় বাধা টপকে এক বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি । মোক্ষম কামড় বসিয়ে দেয় তার মাথায় ৷ আক্রান্তের সহকর্মী ও গ্রামবাসীরা বাঘটিকে লাঠিপেটা করেও কামড় ছাড়াতে পারেনি । ওই হিংস্র বন্যপ্রাণীর হাড় হিম করা সেই হামলার দৃশ্য আজ সোমবার সকালে প্রত্যক্ষ করলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলির মৈপীঠের নগেনাবাদ গ্রামবাসীরা । যদিও বিপদ বুঝে বনকর্মীকে ছেড়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে যায় বাঘটি । এরপর গনেশ শ্যামল নামে ওই বনকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
দেখুন সেই ভিডিও 👇
জানা গেছে,রবিবার রাতে নদী পেরিয়ে কুলতলির মৈপীঠের নগেনাবাদ গ্রামে ঢুকে পড়েছিল ওই বাঘটি । রাতেই জাল বিছানো হয় গ্রামের একাংশ জুড়ে । আতঙ্কে এক প্রকার বিনিদ্র রাত কাটে গ্রামবাসী ও বনকর্মীদের ৷ সকালে বাঘটিকে গ্রামের অন্যপ্রান্তে দেখা যায়৷ তাকে তল্লাট ছাড়া করতে সেখানে ছুটে যায় বনদপ্তরের কর্মীরা । কিন্তু ঠিক সেই সময় গনেশ শ্যামল নামে এক বনকর্মীর উপর হঠাৎই আক্রমণ করে বাঘটি । শ্যামলবাবুর মাথায় এত জোরে কামড়ে ধরে যে ছাড়াতে হিমসিম খেতে বাকি লোকজনদের । শেষ কোনো কোনো রকমে ওই বনকর্মীকে উদ্ধার করা সম্ভব হয় । মধুসুদন নন্দী নামে একজন আতঙ্কিত গ্রামবাসী বলেন,’ভীষণ আতঙ্কে আছি । ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমাদের থাকতে হয় । রাতভর জেগে কাটাই । ভয়ে রাতে বাড়ি থেকে বের হতে পারিনা । শীতের মরশুমে বেশ কয়েকবার এলাকায় বাঘের দেখা পাওয়া গেল। ফলে ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছি আমরা ৷’।