প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ জুলাই : ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর অনুকরণে এবার শুরু হল দুয়ারে ’জাতিগত শংসাপত্র’ প্রদান । পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা রায়না-২ ব্লকের ৩ হাজার জনের বাড়িতে বৃহস্পতিবার জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট ) পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় । রায়নার বিধায়ক তথা জেলাপরিষদ সভাধীপতি শম্পা ধারা দুয়ারে জাতিগত শংসাপত্র পৌছে দেওয়ার কর্মসূচী নেওয়ায় খুশি রায়নার বাসিন্দারা ।
বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় ’দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্য সরকারের চালু করা এই কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর থেকেই ’দুয়ারে রেশন’ , ’দুয়ারে পুলিশ’ প্রভৃতি কর্মসূচি নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ।এবার রায়নায় বিধায়ক শম্পা ধারা নিজে উদ্যোগ নিয়ে শুরু করলেন ’দুয়ারে
জাতিগত শংসাপত্র প্রদান ’ কর্মসূচি। যা জানমানসে সাড়া ফেলে দিয়েছে । রায়নার বিধায়ক শম্পা ধারা এদিন রায়না-২ ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের আলমপুর গ্রাম থেকে এই কর্মসূচির সূচনা করেন ।
ব্লকের বিডিও অনিষা যশ জানান , ‘এদিন ৩ হাজার জনের বাড়ি বাড়ি ’জাতিগত শংসাপত্র’ পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ’। বিধায়ক শম্পা ধাড়া বলেন,’আগে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য মানুষজনকে চূড়ান্ত হয়রান হতে হত।দপ্তরে ঘুরে ঘুরে হয়রান হয়েও মিলতো না কাস্ট সার্টিফিকেট ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হওয়ায় কাস্ট সার্টিফিকেট পাওয়ার জটিলতার দিন শেষ হয় ।এখন ঘরে বসেই মানুষজন জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন । বাড়িতে বসেই ’কাস্ট সার্টিফিকেট’ পেয়ে রায়নার বাসিন্দারা খুশী বলে শম্পা ধারা দাবি করেন ।
আরুইগ্রামের বাসিন্দা তমাল রুইদাস বলেন, ’কাস্ট সার্টিফিকেট’ পাওয়ার জন্য বহুবার দপ্তরে গিয়েছিলেন । কিন্তু তখন হতাশ হয়েই তাঁকে ফিরতে হয় । কিন্তু এদিন ঘরে বসেই কাস্ট সার্টি ফিকেট পেয়ে যথেষ্টই খুশি বলে তমাল রুইদাস জানান । অপর বাসিন্দা সুমিত্রা দাস বলেন,যে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন সেই কাস্ট সার্টি ফিকেট একেবারে বাড়ির দুয়ারে এসে কেউ দিয়ে যাবে সেটা কল্পনাও করতে পারেন নি । এ এক অভাবনীব কর্মসূচি বলে সুমিত্রা দাস মন্তব্য করেন ।
এদিনের ’দুয়ারে জাতিগত শংসাপত্র প্রদান’ কর্মসূচিতে রায়নার বিধায়ক শম্পা ধারা ছাড়াও মহকুমাশাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, বিডিও অনিশা যশ, যুগ্ম বিডিও পার্থসারথি রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক সহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।