এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কেরুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামের একটা বাড়ির শৌচাগারে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে শৌচাগারের ছাদ পর্যন্ত উড়ে গেছে । যদিও বিস্ফোরণের সময় বাড়ির লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি । ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক হিংসা কবলিত গ্রামগুলির মধ্যে অন্যতম কাটোয়া মহকুমার কেতুগ্রাম । বিগত বিধানসভা ভোটের আগের রাতেই বাইকে চড়ে বাড়ি ফেরার সময় খুন হন চেঁচুড়ি গ্রামে তৃণমূলের বুথ সভাপতিকে মিন্টু শেখ । তাকে বোমা মেরে ও কুপিয়ে খুন করা হয় । দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছিল মিন্টুর এক সঙ্গী মিশির শেখ ওরফে নজরুল ইসলাম । তবে আজও হামলাকারীদের নাগাল পায়নি পুলিশ । সেই আতঙ্ক আজও কাটিয়ে উঠতে পারেনি চেঁচুড়ি গ্রামবাসী । তারই মাঝে একটা বাড়ির শৌচাগারে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনায় সিঁদূরে মেঘ দেখছে তারা ।
জানা গেছে,আজ রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ আচমকা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চেঁচুড়ি গ্রাম । কিন্তু প্রতিবেশীদের দাবি, বাড়ির মালিক কর্মসূত্রে বাইরে থাকেন । সেই সুযোগে বাড়ির শৌচাগারের ভিতর কেউ বোমা মজুত রেখেছিল । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।।

