এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ ফেব্রুয়ারী : নিউটাউন নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সৌমিত্র রায় ওরফে রাজ(২৬) । তার বাড়ি নদীয়ার রানাঘাটে । নিউটাউন আদর্শ পল্লী এলাকায় ভাড়া থাকে অভিযুক্ত । বিধাননগর গোয়েন্দা এবং নিউটাউন থানার পুলিশের যৌথ অভিযানে তাকে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রের খবর, নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে ধরা পরে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি । বৃহস্পতিবার ১১:৪৯ নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় জগতপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে । মেয়েটি গৌরাঙ্গ নগরে বাড়ি যাবে বলে টোটোয় ওঠে ।টোটোর পিছনের সিটে বসেছিল কিশোরী । কিন্তু টোটো চালক নিউটাউনে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউটাউন এর বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে ফেন্সসিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে। সেখানেও নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ । শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই টোটো চালককে গ্রেফতার করে পুলিশ৷।

