এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ ফেব্রুয়ারী : আরজি করের মৃত তরুনী চিকিৎসক ‘অভয়া’র আজ জন্মদিন৷ তার নৃশংস বর্বরোচিত ধর্ষণ-খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে ফের রাজপথে নামলেন আন্দোলনকারীরা । কিন্তু আর জি কর মেডিক্যালে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের । চিকিৎসক ও পুলিশের তুমুল বাকবিতন্ডা শুরু হয় । শেষ পর্যন্ত বেলগাছিয়া রোডে বসে পড়ে পথ অবরোধ শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা ।
আর জি কর মেডিক্যালে তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ-খুনের ঘটনার পর প্রায় ৬ মাস অতিবাহিত । কিন্তু এখনো অধরা প্রকৃত ন্যায় বিচার । আজ ছিল ‘অভয়া’র জন্ম দিন । এই দিনটি সামনে রেখে ‘জন্মদিনের মৃত্যুঋণ’ স্লোগান তুলে ফের রাজপথে প্রতিবাদে সরব হলেন সহ চিকিৎসকরা । কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল পর্যন্ত মিছিল তারা মিছিল করেন । ন্যায় বিচারের দাবিতে মিছিলে হাঁটেন নিহত চিকিৎসকের বাবা-মাও । তবে মিছিল আরজিকরের গেটের সামনে পৌঁছালে কলকাতা পুলিশ এবং সিআইএসএফের বাহিনীর দ্বারা আটকে দেওয়া হয়। তারা জানান, যেহেতু রোগীরা ভেতরে রয়েছে সুখে তো এত বড় মিছিল হাসপাতালের ভেতরে প্রবেশ করলে অসুবিধা হতে পারে। এই ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ।।

