সঙ্কল্প দে,বীরভূম,০৯ ফেব্রুয়ারী : বীরভূম জেলার রামপুরহাটের ময়ূরেশ্বর ব্লকের মল্লারপুরে একটি বন্ধ সিনেমা হলে আগুন লাগার ঘটনা ঘটেছে । আজ রবিবার প্রায় পৌনে একটা নাগাদ সিনেমা হল থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন লাগার বিষয়টি জানতে পারে স্থানীয় বাসিন্দারা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী৷ পরে দমকলের দুটি ইঞ্জিন আসে । দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ।
জানা যায়, বেশ কয়েক বছর থেকে মল্লারপুরের ওই সিনেমা হলটি বন্ধ হয়ে পড়ে আছে ৷ দীর্ঘ দিন অব্যবহিত থাকায় সিনেমা হলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাঠের চেয়ার বেঞ্চ । আর তাতেই প্রথমে আজ দুপুরে আগুন লাগে বলে জানা গেছে৷ দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলের মধ্যে এবং ভয়াবহ আকার নেয় । গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায়৷ তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

