এইদিন ওয়েবডেস্ক,ভাঙ্গড়,০৯ ফেব্রুয়ারী : ফের শুটআউটের ঘটনা ঘটেছে ভাঙ্গড়ে ৷ এবারে একজন সবজি ব্যবয়ারীকে লক্ষ্য করে গুলি চালিয়ে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল স্কুটি আরোহী ৩ দুষ্কৃতী । শনিবার রাত ১টা নাগাদ এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাট ঘটেছে ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায় । চিত্ত ঘোষ নামে ওই সবজি ব্যবসায়ীর ডান হাতে গুলি লেগেছে বলে জানা গেছে । বর্তমানে তিনি কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,কাশিপুর থানার বামুনিয়া এলাকার বাসিন্দা চিত্ত ঘোষ বছর তিনেক ধরে সবজির ব্যবসা করছেন । রোজ রাতে গাবতলা বাজারে সবজি কিনে তিনি কলকাতা শহরে বিক্রি করতে যেতেন ।
প্রতিদিনের মত শনিবার গভীর রাতেও নিজের ভ্যান নিয়ে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন চিত্তবাবু । কিন্তু তিনি বেলেদানা এলাকায় আসতেই স্কুটিতে চড়ে ৩ দুষ্কৃতী এসে তার পথ আটকায় । তাদের মধ্যে একজন দুষ্কৃতী চিত্তবাবুকে লক্ষ্য করে গুলি চালায় । চিত্তবাবুর ডান হাতে একটা গুলি লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন । এরপর দুষ্কৃতীরা চিত্তবাবুর কাছে থাকা সবজি কেনার ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় । পরে অনান্য সবজি ব্যবসায়ীরা চিত্তবাবুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । পরে তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
এদিকে স্বামীর উপর দুষ্কৃতীদের হামলায় উদ্বিগ্ন চিত্তবাবুর স্ত্রী কেয়া ঘোষ । তবে ঘটনাটি নিছক ছিনতাই নাকি পূর্বশত্রুতা তা স্পষ্ট করে কিন্তু বলতে পারেননি । তিনি আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । এদিকে আজ রবিবার ঘটনাস্থলে তদন্তে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে । দুষ্কৃতীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে ।।

