এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ ফেব্রুয়ারী : মালদায় ৫০ লক্ষাধিক টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ । গ্রেফতার করা হয়েছে পনেরো বছরের কিশোরসহ এক যুবককে । আটক করা হয়েছে বিহারে নম্বর প্লেট লাগানো একটি গাড়ি । পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রাহুল কুমার(২৫)। ধৃত দুজনের বাড়ি বিহারের তেত্রী এলাকায় ।
জানা গেছে, মালদার গাজোলে জাতীয় সড়ক ধরে একটা চারচাকা গাড়িতে চড়ে যুবক এবং কিশোর ব্রাউন সুগার পাচার করতে যাচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে গাজোল থানার পুলিশ অভিযান চালায় । পুলিশ গাজোলের কদু বাড়ি মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বিহারের একটি গাড়িকে চিহ্নিত করে । সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫১৩ গ্রাম ব্রাউন সুগার খুঁজে পায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা। গ্রেপ্তার করা হয় দুজনকে । আটক করা হয় চারচাকা গাড়িটি । মালদা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের উদ্দেশ্যে ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকতদন্তে অনুমান পুলিশের। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ।।

