এইদিন ওয়েবডেস্ক,লেবানন,০৯ ফেব্রুয়ারী : সিরিয়ার সীমান্তের কাছে পূর্ব লেবাননের পাহাড়ি এলাকায় সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন হিজবুল্লাহ সন্ত্রাসী খতম হয়েছে । আল আরাবিয়া জানিয়েছে যে এই হামলাটি শনিবার (৮ ফেব্রুয়ারী) হয়েছিল । হামলার ফলে আরও দুইজন আহত হয়েছে ।
আল আরাবিয়া লেবাননের সরকারি সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এদিকে, ইসরায়েলও এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা হিজবুল্লাহর সাথে যুক্ত সন্ত্রাসীদের নিশানা করে এই হামলা চালিয়েছে।
তেল আবিব উল্লেখ করেছে যে, ওই অঞ্চলে হিজবুল্লাহ-অনুমোদিত বাহিনীর উপস্থিতি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।।

