এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৮ ফেব্রুয়ারী : ২ দিন কাটতে না কাটতেই ফের শিলিগুড়িতে ছেলের হাতে হলেন মা ৷ এবারে বসত বাড়ি বিক্রি করতে অস্বীকার করায় মানসিকভাবে অসুস্থ বৃদ্ধা মাকে নৃশংসভাবে পিটিয়ে ও নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করল মহিলার ছোট ছেলে । এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে। মৃতার নাম বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত ( ৬১)। মাকে খুনের পর এলাকা থেকে চম্পট দেয় তার মেজো ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর ( ২৯) ওরফে পাপাই । যদিও পরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ তাকে পাকড়াও করে ।
জানা গেছে,শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে বসবাস করতেন মঞ্জু মহন্ত । ২০২৩ সালে তার স্বামী মারা যান । মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না ওই বৃদ্ধা । সেই অসুস্থতার কারনে একবার তিনি নিখোঁজও হয়ে গিয়েছিলেন । পরে পুলিশের সযোগিতায় তাকে বাড়ি ফিরিয়ে আনা হয় । জানা গেছে,মৃতা মহিলার চার ছেলেমেয়ে । বড় মেয়ের বিয়ে হয়ে গেছে । মঞ্জুদেবীর ছোট ছেলেও মানসিকভাবে অসুস্থ । মেজো ও ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন মঞ্জুদেবী৷
মৃতার মেয়ে রত্না বর্মন জানান, আজ তিনি মা ও ছোট ভাইয়ের খবর নিতে বাবার বাড়ি এসেছিলেন। তার আগে তিনি একজন প্রতিবেশী বাড়িতে চা পান করতে যান তিনি । সেই সময় তার মেজো ভাই পাপাই এসে তাকে বাড়ি বিক্রির জন্য রাজি হতে চাপ দেয়। কিন্তু তিনি অসুস্থ মা এক ভাইয়ের কথা ভেবে রাজি হননি । এরপর পাপাই রেগে গিয়ে বাড়ি চলে যায় । পরে জনৈক এক প্রতিবেশী মহিলা ফোন করে জানান যে তার মাকে খুন করেছে পাপাই ।
জানা গেছে,এদিন দুপুর প্রায় দেড়টা নাগাদ স্থানীয়রা বৃদ্ধার আর্ত চিৎকার শুনতে পান। তারা ছুটে গেলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা করে । বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে পড়ে রয়েছে৷ মুখ ও হাতের ক্ষতস্থান থেকে রক্তের স্রোত বের হচ্ছে এবং তার গলায় প্যাঁচানো রয়েছে একটা নাইলনের দড়ি ।
জানা গেছে,বৃদ্ধাকে খুনের বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবেশীরা ঘাতক ছেলেকে পিছু ধাওয়া করে ধরে ফেলে । পরে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । হত্যাকাণ্ডের সময় ঘাতক মদ্যপ অবস্থায় ছিল বলে জানান প্রতিবেশীরা । পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
উল্লেখ্য,এর আগে চলতি সপ্তাহে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে ছেলের হাতে খুন হন মা । তার জের মিটতে না মিটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চ্যঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।

