এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৮ ফেব্রুয়ারী : ‘অপারেশন ডেভিল হান্ট’-এর নামে আওয়ামী লীগ ‘খতম অভিযান’ শুরু করল মহম্মদ ইউনূস সরকার । আজ শনিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই ঘোষণা হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর । সভায় সিদ্ধান্ত হয়েছে, ঢাকার গাজীপুরসহ সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও কথিত ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করবে যৌথ বাহিনী। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে এই অভিযান। কিন্তু জামাত ইসলামি, বিএনপি, হিযবুত প্রভৃতি ইসলামি সন্ত্রাসী দলগুলির মূল লক্ষ্য শেখ হাসিনার দল আওয়ামী লিগ । আওয়ামী লীগকে ‘খতম’ করার ইতিমধ্যেই সে হুঁশিয়ারি দিয়ে রেখেছে সারজিস আলম । যে হাসিনাকে উৎখাত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । বর্তমানে সে তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের পদে আছে । আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি দিয়েছে,ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে ।
আসলে ঘটনার সূত্রপাত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে । রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় প্রাক্তন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের জন্য জড়ো হয়েছিল সারজিস আলমের জঙ্গিরা৷ সেই সময় আওয়ামী লীগের লোকজন প্রতিরোধ করে । তারা জঙ্গিদের ধরে বেদম পেটায় । আহত হয় অন্তত ১৫ জন । প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপরেই আওয়ামী লীগকে খতম করার ডাক দেয় সারজিস আলম ।
আজ ফের সে বলেছে,’খুনি হাসিনার সন্ত্রাসীরা এখনও গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনও সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই সরকার যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।’ সে আরও বলেছে,’বাংলাদেশের কোথাও আমাদের সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো দেশ আবার জেগে উঠবে। এদেশের ছাত্র-জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে।’ আর এরপরেই বেগতিক বুঝে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর নামে আওয়ামী লীগ ‘খতম অভিযান’ শুরুর ঘোষণা করেছে মহম্মদ ইউনূস সরকার । এদিকে আশঙ্কার সৃষ্টি হচ্ছে যে, ফের নতুন করে রক্তাক্ত হতে চলেছে বাংলাদেশে । এমত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থক হিন্দুরাও যে রেহাই পাবে না সেটা স্পষ্ট । ফলে এই অভিযানে বাংলাদেশের হিন্দুদের জীবন নতুন করে সঙ্কটে পড়ল বলে মনে করা হচ্ছে ।।

