এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ ফেব্রুয়ারী : ফের রাজ্যের রাজধানী শহর কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এবারে ভিন রাজ্যের ৩ জন দুষ্কৃতীকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স(এসটিএফ) । ধৃতদের কাছ থেকে একটি ৯ এমএম এবং একটি ৭ এমএম পিস্তল সহ ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পাচারের উদ্দেশ্যেই তারা কলকাতায় এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে । ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । আজ শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর,উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো গাড়িতে চড়ে কলকাতায় এসেছিল ওই ৩ দুষ্কৃতী । গোপন সূত্র থেকে খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স । শুক্রবার মাঝরাতে বড়বাজার এলাকায় এসটিএফ ওই গাড়িটিকে ধরে ফেলে ৷ পুলিশ তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় । পুলিশ চারচাকা গাড়িটি আটক করেছে ।।

