এইদিন ওয়েবডেস্ক,পিরোজপুর(বাংলাদেশ),০৭ ফেব্রুয়ারী : বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে লক্ষ্মী রানী ভক্ত (৭৪) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এই ঘটনা ঘটেছে ।পাশাপাশি নিখোঁজ হওয়ার একদিন পর আজ শুক্রবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চা বাগান থেকে পূর্ণিমা রেলি নামে ১২ বছরের এক হিন্দু কিশোরীর গলা ও কব্জি কাটা লাশ উদ্ধার করা হয়েছে । চা বাগানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধাকে খুনের ঘটনায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লক্ষ্মী রানী ভক্ত উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী। স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখ বলেন, খেজুরের রস দিতে ওই বাড়িতে গিয়েছিলাম। ঘরের দরজা খোলা দেখে পার্শ্ববর্তী বাড়ির ভাইয়ের মেয়ে কৃষ্ণা মন্ডলকে ডাকি। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে লক্ষ্মী রানীকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। প্রতক্ষদর্শী কৃষ্ণা মন্ডল বলেন, শুক্রবার ভোর ৭টার দিকে ঘরে ঢুকে মাসিকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দিই।
নিহতের ছেলে পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী তাপস কুমার ভক্ত ঢাকা পোস্টকে জানান, শুক্রবার ভোরে তার বোন কৃষ্ণা তাকে ফোন করে তার মাকে হত্যার খবর দেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসে ঘরের খাটের ওপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।
নিহতের ছেলে অভিযোগে বলেন, তাদের পার্শ্ববর্তী ঘরের আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুর সঙ্গে দীর্ঘ দিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্তরা মাকে হত্যা করেছে। এই বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঢাকা পোস্টকে বলেন, ঘরের পেছন দিকে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত করছে। সুরতহাল করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

