এইদিন বিনোদন ডেস্ক,০৭ ফেব্রুয়ারী : পাঞ্জাবের লুধিয়ানার একটি আদালত বলিউড অভিনেতা সোনু সুদের (Sonu Sood Arrest Warrant) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আসলে, একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য সোনু সুদকে বেশ কয়েকটি সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি তাতে কোন গুরুত্ব না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গেছে । লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর ১০ লক্ষ টাকার জালিয়াতির মামলায় এই আদেশ দেন ।
মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী রাজেশ খান্না। খান্না জানান যে মোহিত শুক্লা নামে এক ব্যক্তি তাকে জাল রিজিকা কয়েনে বিনিয়োগ করার প্রলোভন দেখিয়েছিলেন। আইনজীবী দাবি করেছেন যে অভিযুক্ত তাকে ১২,৫০০ ডলার বিনিয়োগ করতে বাধ্য করেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা। এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে হয়েছিল সোনু সুদকে। আদালত তাকে এই বিষয়ে বারবার সমন পাঠালেও তিনি আদালতে হাজির হননি। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সোনু সুদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।।

