এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ফেব্রুয়ারী : প্রকাশ্য দিবালোকে কলকাতার রাজপথে ছুরি হাতে তান্ডব চালালো মধ্যবয়সী এক ব্যক্তি৷ মুন্ডিত মাথা, পরনে শীতের হাফ হাতা জ্যাকেট ও প্যান্ট,কাঁধে ভ্রমণের ব্যাগ, বাম হাতে কিছু ভর্তি নাইলনের একটা থলি,আর ডান হাতে একটা ছুরি নিয়ে রীতিমতো শাসিয়ে বেড়ালো খোদ পুলিশকর্মীদের । ওই ব্যক্তি নিউটাউনের কারিগরি ভবনের এক কর্মী ও কারিগরি ভবনের কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করেছে৷ নিউটাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যাওয়া ওই ব্যক্তির ধারেকাছে ঘেঁষতে সাহস করেনি কেউ । তাকে বারবার থামার জন্য বলা হলেও শুধু ছুরি দেখিয়ে শাসিয়ে গেছে । ফলে নিরাপদ দূরত্বে থেকেই কেউ কেউ ওই ব্যক্তির ভিডিও রেকর্ড করে রাখেন ।
জানা গেছে,নিউটাউনের কারিগরি ভবনেরই কর্মী হামলাকারী ব্যক্তি । আজ বৃহস্পতিবার সকালে সে একটা ছুরি দিয়ে সহকর্মীদের এলোপাথাড়ি কোপাতে শুরু করে । এমনকি পুলিশকর্মীরা পর্যন্ত তার হাত থেকে নিস্তার পায়নি । এক পুলিশকর্মীসহ নিউটাউনের কারিগরি ভবনের অন্তত ৪ জন জখম হয়েছে । তবে ঠিক কি কারনে ওই ব্যক্তি হঠাৎ এতটা বেপরোয়া হয়ে উঠলো তা এখনো স্পষ্ট নয় । পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে । বাজেয়াপ্ত করা হয়েছে হামলায় ব্যবহৃত ওই ছুরিটিও । এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ এবং বারবার ছুটি চাইলেও তা বাতিল হওয়ায় প্রতিহিংসা থেকে এই কাজ করে থাকতে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।।