এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ ফেব্রুয়ারী : জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে মালদা জেলার চাঁচলে । মৃত ব্যক্তিকে চাঁচল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলে চিহ্নিত করেছে পুলিশ ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মৃত সাদ্দামের সঙ্গে থাকা মকবুল হোসেন ও উসমান আলী নামে আরও দুই ব্যক্তি। তারা বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন । তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
মৃত সাদ্দাম হোসেনের ছোট ভাই মাসিদুর রহমান জানিয়েছেন, সাদ্দামের নিজস্ব ২ বিঘা পরিমান জমি আছে । পার্শ্ববর্তী বিজলি গ্রামের বাসিন্দা একটা পরিবার জমিটি নিজের বলে দাবি করে আসছিল । যা নিয়ে সাদ্দামের সঙ্গে বিবাদ৷ বুধবার সাদ্দাম আরও কয়েকজনকে জমিতে চাষ করতে গেলে তার উপর হামলা হয় ।
জানা গেছে,প্রতিদিনের মত সাদ্দাম বুধবার সকালে গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুরিয়ালিপারা এলাকায় নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন । তখন বিজলি গ্রামের কিছু লোকজন এসে জমিটি দখল করার চেষ্টা করেছিল বলে অভিযোগ । সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধালালো অস্ত্র দিয়ে কোপানো হয়।সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন মকবুল হোসেন ও উসমান আলী।তিনজনকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। বাকি দুইজনকে মালদার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন মৃতের স্ত্রী সীমা খাতুন। তিনি এনিয়ে থানায় একটি এফআইআর রজু করে স্বামীর ঘাতকদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।।