এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ ফেব্রুয়ারী : উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে ৩ তলা থেকে পড়ে মুর্শিদাবাদের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হল । মৃত ওই যুবকের নাম রবিউল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার ডিহিগ্রাম এলাকায় । মঙ্গলবার রাতে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় । আজ বুধবার দেহটি কবরস্থ করা হয় ।
জানা গেছে,বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে বেশ কয়েকদিন আগেই উড়িষ্যার সুন্দরগড়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন রবিউল শেখ । কিন্তু দিন কয়েক আগে একটা তিনতলার বাড়ির নির্মান কাজ করার সময় তিনি কোনো কারনে হঠাৎ নিচে পড়ে যান । গুরুতর আহত অবস্থায় স্থানীয় সুন্দরগড় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । সেখান থেকে রবিউলকে উড়িষ্যার ভুলনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
মৃতের আত্মীয় রাজীবুল শেখ জানান,ভুলনা হাসপাতলে তিনদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় রবিউলকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা । এরপর তাকে অ্যাম্বুলেন্সে কলকাতায় এনে একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল । কিন্তু গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তার
অভিযোগ, মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছালে পরে নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশি ঝঞ্ঝাটের কারন দেখিয়ে পরিবারের হাতে রবিউলের মৃতদেহ ছাড়তে গড়িমসি করে । বাধ্য হয়ে তারা সুতি থানার দ্বারস্থ হন । শেষ পর্যন্ত সুতি থাকার সহযোগীতায় মঙ্গলবার রাতে মৃতদেহ বাড়ি আনা হয় ।।