আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : করোনার বিধিনিষেধ উপেক্ষা করে রাত্রে ঘোরাঘুরি করার অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ আমিরুল(২০), শেখ সাবীর আলী(২৮),শেখ আব্দুল সাত্তার বয়স(২৪), সাবির আলী মন্ডল বয়স(২২) ও আজাবুল মণ্ডল(২৪) । ধৃতরা প্রত্যেকেই মঙ্গলকোট থানার দুর্মুট গ্রামের বাসিন্দা । বুধবার রাতে মঙ্গলকোটের অজয় নদের লোচন দাস সেতু থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয় ।
পুলিশ জানিয়েছে,বুধবার রাত্রি ১০ নাগাদ মঙ্গলকোটের অজয় নদের লোচন দাস সেতুর উপর ঘোরাঘুরি করছিল ওই ৫ যুবক । তাঁদের মুখে কোনও মাস্ক ছিল না । পুলিশের নৈশকালীন টহলদারি ভ্যানের নজরে পড়ে গেলে করোনার বিধিনিষেধ অমান্য করার অভিযোগে তাঁদের গ্রেফতার করে পুলিশ ।
করোনার দ্বিতীয় ঢেউ রুখতে আগাম সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন । বিধিনিষেধ যাতে কোনও ভাবেই লঙ্ঘিত না হয় তার জন্য নবান্ন থেকে রাজ্যের সমস্ত থানাগুলিকে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে । সেই নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে পুলিশের ধরপাকড় অভিযান । করোনা বিধিনিষেধ ভঙ্গকারীদের প্রথমদিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও বর্তমানে সরাসরি গ্রেফতার করা হচ্ছে ৷ ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা রজু করছে পুলিশ ।।