এইদিন ওয়েবডেস্ক,সুইডেন,০৫ ফেব্রুয়ারী : সুইডেনে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এই হামলা হয়। স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামের স্কুলটিতে প্রবেশ করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে । পরে নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী খতম হয় ।
একজন বন্দুকধারীই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে। অরেব্রোর পুলিশপ্রধান রবার্তো ইদ ফরেস্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হামলাকারী বন্দুকধারী ছিল । সে একা ছিল, প্রাথমিক তদন্তে তাঁর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আমরা পাইনি। হামলার উদ্দেশ্য এবং হামলাকারী সম্পর্কে জানতে তদন্ত চলছে।’ এদিকে স্কুলে হামলার ঘটনায় শোক জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন। এই হামলা সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে মন্তব্য করেন তিনি। তবে অসমর্থিত সূত্রের খবর যে আনুমানিক ৩৫ বছর বয়স্ক বন্দুকধারী নিজস্ব লাইসেন্সড বন্দুক দিয়েই এই মারাত্মক হামলা চালিয়েছিল ।।