প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ ফেব্রুয়ারী : থ্রেট কালচারে নাম জড়ানোয় সাসপেণ্ড হওয়া অভিযুক্তদের অবিলম্বে বর্ধমান মেডিকেল কলেজে ফেরাতে হবে।এই দাবিতে কয়েকজন পড়ুয়া আজ মঙ্গলবার প্রিন্সিপালকে ডেপুটেশন দিতে ক্ষোভে ফেটে পড়লো আরজি কর কাণ্ডে আন্দোলনরত পড়ুয়ারা।তারাও পাল্টা ডেপুটেশন দিয়ে থ্রেট কালচারে অভিযুক্তদের কলেছে না ফেরানোর দাবি তুলে ডেপুটেশন জমা দেন।এ নিয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান মেডিকেল কলেজে ।
চিকিৎসক ছাত্র সেখ মহম্মদ সাগির বলেন,কিছু শিক্ষার্থী এখনও কলেজ ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ক্রমাগত চেষ্টা করছে। তারা মিথ্যা গুজব প্রচার করছে যে বেশ কয়েকজন শিক্ষার্থী এমবিবিএস ২০২৫ পরীক্ষায় ফেল করেছে। অগ্রাধিকারমূলক পরীক্ষার ভিত্তিহীন দাবি শিক্ষার্থীদের মধ্যে ভালোভাবে প্রচার করা হয়েছে। এই পদক্ষেপগুলি অন্যদের কারসাজি করা এবং ক্যাম্পাসে একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে করা হচ্ছে। উপরন্তু, এই ব্যক্তিরা আসন্ন পরীক্ষায় গণজালিয়াতির পরিকল্পনা করছে এবং অন্যদের সংবেদনশীল করছে বলে জানা গেছে। আমরা চাই এখন যেভাবে চলছে সেই ভাবেই চলুক। তিনি আরো বলেন, বেশ কযেকজন ছাত্র আরজিকর কাণ্ডের পর থেকেই থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারছে না কলেজ কর্তৃপক্ষের নির্দেশে। তারা ক্যাম্পাসে এলে আবার কলেজের পরিবেশ নষ্ট হবে। তবে এই বিষয়ে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় কিছু বলতে অস্বীকার করেন। অন্যদিকে থ্রেট কালচারে অভিযুক্তদের পক্ষে যারা সওয়াল করে কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেন তারাও সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান।।