এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৪ ফেব্রুয়ারী : রাজ্য বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ পশ্চিমবঙ্গে নেশাগ্রস্তদের পরিসংখ্যান ফাঁস করে বোমা ফাটালেন । তার কথায়, পশ্চিমবঙ্গে ২৭ লক্ষ মদের নেশাসহ অন্যান্য মাদক মিলে প্রায় ৩৫ লক্ষ নেশাগ্রস্ত রয়েছে৷ তিনি জানান যে এই পরিসংখ্যানে তিনি কেন্দ্রীয় সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রকের কাছ থেকে পেয়েছেন ।
একটি ভিডিও বার্তায় সৌমিত্র খাঁ বলেন, ‘আমি কেন্দ্রীয় সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রককে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে কতজন মাদকাসক্ত আছে । উত্তর আমি পেয়েছি । মদের নেশাগ্রস্ত ২৭ লক্ষ এবং আরো আনুষঙ্গিক নেশায় যুক্ত ছয় লক্ষ মানুষ । সব মিলে পশ্চিমবঙ্গ প্রায় ৩৫ লক্ষ মানুষ বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত । এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে মদের দোকান সংখ্যা বাড়ানো হচ্ছে, প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলার কথা চিন্তা-ভাবনা চলছে, যদি তা বাস্তবায়িত হয় তাহলে আগামী যুব সম্প্রদায় ধ্বংসের মুখের দিকে এগিয়ে যাবে ।’
তিনি সাধারণ মানুষের পাশাপাশি রাজ্য সরকারের কাছে আহ্বান জানান,’আমার কাছে যে অফিসিয়াল ডাটা এসেছে তা সঠিক, আর ডাটা মিথ্যা কথা বলে না । পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে । প্রতিটি পঞ্চায়েতে মদের দোকান খোলার পরিবর্তে মদের দোকান বন্ধ করে দেওয়া উচিত বলে তিনি মনে করছেন ।’ বিজেপি সাংসদের বক্তব্য শুনুন 👇
সৌমিত্রের উল্লিখিত ডেটা অনুযায়ী, ১. মদের নেশায় আসক্ত – ২৭,০০,০০০, গাঁজার নেশায় আসক্ত – ১,৪৪,০০০, আফিমের নেশায় আসক্ত – ৩,৪৩,০০০,
সেডেটিভের( ডিপ্রেসেন্ট বা ট্রানকুইলাইজার)-এর নেশায় আসক্ত – ১,১২,০০০ । কেন্দ্রীয় সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রক বলেছে যে ড্রাগের নেশায় পশ্চিমবঙ্গ ব্যাপকভাবে জর্জরিত হলেও রাজ্য সরকার রাজ্যের ৮ টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলায় নেশা মুক্তি ভারত সরকারের প্রকল্প বাস্তবায়িত করেনি। ড্রাগের নেশা দূরবীকরণে পশ্চিমবঙ্গের এনজিওগুলির জন্য ৪.০৬ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি বলে অভিযোগ ।।