এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ফেব্রুয়ারী : আজ মঙ্গলবার সকালে বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্রসদনের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে । বেপরোয়া গতির একটি বেসরকারি যাত্রীবাহী বাস পরপর গাড়িকে ধাক্কা দিয়ে উঠে গেল ফুটপাতের রেলিংয়ে । জানা গেছে,ধুলাগড়-নিউটন রুটের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি এবং তারপরেই আরেকটি ছোট হাতি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় । নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরেই উল্টে যায় ছোট হাতি, বাসের একাধিক যাত্রীসহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে । বাসের ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটছে বলে অনুমান ৷
জানা গেছে,ধূলাগড় থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল ওই বাসটি । বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের কাছে ঢাল দিয়ে নামার সময়ে বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক । পর পর একাধিক গাড়িতে ধাক্কা দেওয়ার পর হেস্টিংসের কাছে ফুটপাথের রেলিং ভেঙে উঠে যায় বাসের চাকা। দুর্ঘটনার পর বিদ্যাসাগর সেতু সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।।