এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৮ জুলাই : একে ঠিকমত নিকাশি ব্যাবস্থা নেই । তার উপর প্রতিবছর অপরিকল্পিতভাবে গজিয়ে উঠছে একের পর এক বসবাসের পাকা বাড়ি । ফলে বিস্তীর্ণ এলাকার বৃষ্টিপাতের জল এসে জমছে ধান জমিতে । আর জমিতে জল জমে থাকায় ঠিক সময়ে ধান রোয়ানোর কাজ করা যাচ্ছে না । ফলে ধানের উৎপাদন কম হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের । প্রশাসনের কাছে বারবার তদ্বির করেও কোনও সুরাহা হয় না । এমনই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর এলাকার শতাধিক কৃষক । বুধবার সকাল থেকে ক্ষিপ্ত কৃষকরা গোপীনাথপুর সংলগ্ন বর্ধমান-বোঁয়াইচন্ডী রোড অবরোধ করে রাখেন । অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে অবরোধস্থলে আসেন পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা । শেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।
বড়ো গোপীনাথপুর এলাকার কৃষক নিরঞ্জন তা,ভোলানাথ হর’রা বলেন, ‘জল নিলাশি ব্যাবস্থা না থাকায় মগলমারি থেকে গোপীনাথপুর ক্যানেলের উত্তর ও দক্ষিন দিকের মাঠ প্রতিবছর বর্ষায় জলমগ্ন হয়ে যায় । বীজ ধান নষ্ট হয় । ২-৩ বার করে ধান রোয়াতে হয় । সঠিক সময়ে ধান রোপন না হওয়ায় প্রতি বছর উৎপাদন মার খাচ্ছে । দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার কৃষকদের ।
তাঁদের অভিযোগ,একে নিকাশি ব্যাবস্থা অকেজো, তার উপর অপরিকল্পিতভাবে জমিতে বাড়ি তৈরি করার অনুমতি দিচ্ছে পঞ্চায়েত । ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যাচ্ছে ৷ নিকাশি ব্যাবস্থার দাবিতে ইতিপূর্বে ৩-৪ বার পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা । প্রতিবারই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে । কিন্তু ওই পর্যন্তই । কাজের কাজ কিছু হয়নি ।
এদিন ফের একই দাবিতে ফের পথ অবরোধ শুরু করে দেন ক্ষিপ্ত গ্রামবাসীরা । খবর পেয়ে আসেন খণ্ডঘোষ ব্লকের যুগ্ম বিডিও, কৃষি দপ্তর আধিকারিক ও পুলিশ । শেষে তাঁদের কাছে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয় । প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে ।।